আমার কোনো বন্ধু নেই
প্রিয় কিআ,
জানো, আমি আমার জীবনে ১০-১২টি স্কুল বদল করেছি। কয়েক মাস আগে আমি একটি স্কুল বদলালাম। প্রিয় বন্ধু ইশাকে ফেলে রেখে এসেছি। আমি খুব হতাশ। তাই বন্ধু বানানো ছেড়েই দিয়েছি। আমার কোনো বন্ধু নেই। তোমার কাছে আরেকটা অনুরোধ, দয়া করে অ্যানিমে-কথনটা আবার দাও। নিয়মিত দেওয়ার চেষ্টা করো।
রাফিয়া আনিয়া
ইয়াছিন উচ্চবিদ্যালয়, রাজবাড়ী
কিআ: তোমার কোনো বন্ধু নেই, কথাটা কি ঠিক? ইশা তো আছে। তোমার কাছাকাছি নেই, কিন্তু আছে তো। এটাই বন্ধুত্বের শক্তি। বন্ধুত্ব এমন, যত দূরেই থাকুক, বোঝাপড়া থাকবে ঠিকই। আর এখন ইন্টারনেটের যুগ, বন্ধু হারানোর সুযোগ নেই। সবাই সব সময় কানেক্টেড। তুমি হতাশ না হয়ে ইশাসহ তোমার সব বন্ধুর সঙ্গে যোগাযোগ শুরু করো। আর আমি তো সব সময় আছিই তোমার সঙ্গে। ভালো থেকো।