‘টেম্পার অ্যাকশন ক্লাব’ উপন্যাসটা দারুণ

প্রিয় কিআ,

তোমার এপ্রিল সংখ্যাটা অসাধারণ হয়েছে। ‘শিকারি’ ও ‘দুশমন’ গল্প দুটি আমার দারুণ লেগেছে। আর তার সঙ্গে ধারাবাহিক উপন্যাস ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’ তো অসাধারণ। আদনান মুকিতকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ো। ‘টেম্পার অ্যাকশন ক্লাব’ উপন্যাসটাও দারুণ। সব মিলিয়ে তুমি হলে কিশোরদের সুপারম্যান। সুপারম্যানের কথায় মনে পড়ল, তুমি নাকি ‘ডিসি’ নিয়ে একটা সংখ্যা ছাপাবে। আমি ‘ডিসি’ আর ‘মার্ভেল’—দুটোরই বড় ভক্ত। প্লিজ ‘ডিসি’ সংখ্যাটা ছাপিয়ো। আর আমি জানুয়ারির ‘মার্ভেল’ সংখ্যাটা পড়তে চেয়েছিলাম, বাজারে পাইনি। রকমারি ডটকমেও খুঁজেছি, তবে পাইনি। অন্য কোথাও কি পেতে পারি সংখ্যাটা?

সামিন তাহসীন

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ

আরও পড়ুন

কিআ: এপ্রিল সংখ্যা ভালো লেগেছে জেনে খুশি হলাম। তবে আমরা সুপারম্যান নই, সুপারম্যান তো তোমরা। পড়ার কত চাপের মধ্যেও তোমরা কত কিছু করো, সুপারম্যান না হলে এটা সম্ভব হতো না। এমন সুপারম্যানদের সম্মানে হলেও আমরা একটা ডিসি সংখ্যা করব। কিন্তু কবে করব, সে ব্যাপারে কথা দিতে পারছি না। মার্ভেল সংখ্যার সবকিছু কিআর ওয়েবসাইটে আছে (www.kishoralo.com)। সেই সঙ্গে আছে আরও কিছু লেখা, জায়গার অভাবে যেগুলো আমরা কিআতে দিতে পারিনি। লেখাগুলো সেখানে পাবে। চিঠির জন্য অনেক ধন্যবাদ তোমাকে।

আরও পড়ুন