পাঠকের দুই দাবি
প্রিয় কিআ,
তোমার কাছে দুটি দাবি আছে।
১: ফুটবল নিয়ে সংখ্যা বানাতে হবে। ফুটবল খেলার নিয়ম, কলাকৌশল এসব আরকি।
২: কমপক্ষে ১০০ কেজি হতে হবে। (বি.দ্র.: ১ কেজি = ১ পৃষ্ঠা)
এ দুটি দাবি যদি তুমি না মানো, তাহলে কারাতের সব মুভ শিখে ১০০ লোক নিয়ে তোমার সামনে উপস্থিত হব।
(অ্যাম্বুলেন্সের টাকা আমার কাছে নেই। কাজেই সাবধান!) আর চিঠিটা ছেপো প্লিজ। বোনের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছি।
ভালো থেকো।
রাইয়ান নূর চৌধুরী
পঞ্চম শ্রেণি, মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কিআ: প্রথম দাবি মানা সম্ভব। সুযোগ বুঝে আমরা সংখ্যাটা করে ফেলব আশা করি। তবে এ বছর নয়, আগামী বছর। দ্বিতীয়টা মানা সম্ভব নয়। এখন তুমি ১০০ লোক নিয়ে এসো, যারা কারাতের সব মুভ জানে। আমি তোমাদের ভিডিও করে একটা আন্তবিভাগীয় কারাতে সম্মেলন আয়োজন করে ফেলব। এতে দেশের আপামর জনগণ কারাতের প্রতি আগ্রহী হয়ে উঠবে।