ডাস্টবিনে চিঠি ফেলা নিষেধ
প্রিয় কিআ,
আমি জানি, তুমি আমার চিঠি ডাস্টবিনে ফেলে দাও, তা–ই না? তুমি যদি আমার এ চিঠিটাও ডাস্টবিনে ফেলে দাও, তাহলে আমি আল্লাহর কাছে তোমার নামে নালিশ করব। আল্লাহ তোমাকে ডাস্টবিনে ফেলে দেবেন সপরিবার।
আরাফ
দশম শ্রেণি, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা
কিআ: ডাস্টবিনে অবশ্যই ফেলে দিই, কিন্তু তার আগে চিঠিটা মন দিয়ে পড়ি। ছাপার মতো হলে ছাপি। কিন্তু তুমি যে হুমকি দিলে, চিঠি না ছেপে উপায় কী! আমার কারণে আমার পরিবার ডাস্টবিনে যাবে? এটা তো হতে পারে না। কী বলো?