প্রিয় বন্ধু কিশোর আলো
প্রিয় কিআ,
আশা করি ভালো আছ। এ মাসের ১ তারিখ তোমার জন্মদিন। আমি ভেবেছিলাম এবার চিঠি ছাপানোর জন্য তোমাকে হুমকি দেব এবং অপহরণ করে নিয়ে যাওয়ার কথা লিখব। কিন্তু জন্মদিনে কি প্রিয় বন্ধুকে হুমকি দিতে পারি? জন্মদিন বলেই কিন্তু বেঁচে গেলে। নইলে তোমার খবর ছিল। শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু কিআ।
সমৃদ্ধি দেবনাথ
পঞ্চম শ্রেণি, খাগড়াছড়ি পুলিশ লাইনস হাইস্কুল, খাগড়াছড়ি সদর
কিআ: তোমাকেও জন্মদিনের শুভেচ্ছা। ভালো থেকো।