সবচেয়ে বড় ভক্ত

চিঠির বক্সছবি: প্রথম আলো

প্রিয় কিআ,

তোমাকে খুব খুব মিস করেছি এতগুলো দিন। শেষবার কিআ পড়েছি এসএসসি পরীক্ষার আগে। আর এখন আমি কলেজে পড়ি। তা-ও যে-সে কলেজ নয়, হলি ক্রস কলেজে পড়ি। মনটা খারাপ দেখে আজ অনেক দিন পর তোমাকে পড়া হচ্ছে। আসলে, আমি তো হোস্টেলে থাকি। তাই আম্মু, আব্বু আর বাসাকে অনেক মিস করি। মিস করা কমাতে তোমাকে পড়া শুরু করলাম। খুব ভালো লাগছে। আমি তোমার সবচেয়ে বড় ভক্ত। আমি প্রথম কিআ পড়েছিলাম পঞ্চম শ্রেণিতে থাকতে। তখন ভাইয়া কিআ কিনে নিয়ে আসত আর আমি লুকিয়ে লুকিয়ে পড়তাম। এখন আমি কত বড় হয়ে গেছি। তুমি কিন্তু আগের চেয়ে চিকন হয়েছ। ভালো ভালো জিনিস বেশি ছাপিয়ে আগের মতো মোটা হওয়ার দাবি জানাচ্ছি। আশা করি ভালো থাকবে।

তোমার সবচেয়ে বড় ভক্ত

তাসনিম নিশাত

হলি ক্রস কলেজ, ঢাকা

কিআ: তোমার মন ভালো করতে পেরেছি, এটা ভেবেই শান্তি শান্তি লাগছে। তোমার কলেজ কিন্তু আমাদের অফিসের একদম কাছে। যদি বেশি মন খারাপ হয়, চলে আসবে। এখানে হলি ক্রস কলেজের অনেকেই আছে। আশা করি তোমার ভালো লাগবে। আর চিকন হওয়াটা জগতের নিয়ম। ভেবে দেখো, আগে মুঠোফোন কত মোটা ছিল, এখন চিকন হয়েছে। কিন্তু চিকন মুঠোফোনেও আগের চেয়ে বেশি ফিচার আছে। কিআতে তা আছে কি না, সেটাই হলো কথা। চিকন হয়ে গেছি বলে আবার দূরে ঠেলে দিয়ো না। ভালো থেকো।

আরও পড়ুন