গল্পগুলো দারুণ ছিল

প্রিয় কিআ,

আচ্ছা, কিআর কোনো একটা কুইজে একবার বিজয়ী হলে কি পরে আর তাকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয় না? ফেব্রুয়ারি সংখ্যার গল্পগুলো দারুণ ছিল। তবে ‘কবিতা’ ও ‘বুদ্ধির ঝিলিক’ ছিল না। আর ‘আমরা সবাই রাজা’ বিভাগে কি সবার লেখা ছাপা হয়? নাকি বেছে বেছে? পড়ালেখা নিয়ে একটা নিয়মিত বিভাগ থাকলে ভালো হতো। ভালো থেকো। শুভকামনা রইল।

মোছা. জান্নাতুল ফেরদৌস

নবম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, লালমনিরহাট

কিআ: আরে না, কী যে বলো! কুইজের ক্ষেত্রে এ রকম কোনো নিয়ম নেই। যারা সঠিক উত্তর দেয়, তাদের মধ্যে লটারি করে বিজয়ী বাছাই করা হয়। আর ‘আমরা সবাই রাজা’ বিভাগে অবশ্যই বেছে বেছে ছাপানো হয় লেখা। নইলে তো পুরো ৯৬ পৃষ্ঠা ভরে যেত তোমাদের লেখায়। তাই একটু বাছাই করতেই হয়। তার মানে এই নয় যে ছাপা না হওয়া লেখাগুলো খারাপ। ব্যাটে-বলে হয়নি, এই আরকি! পেয়েছ উত্তর? ভালো থেকো।

প্রিয় কিআ,

প্রথমবার নিলাম কিআ। বেশ মজার এই কিশোর আলো। গল্প, লেখাগুলো ভালো। তবে প্রথমবার নেওয়ায় ধারাবাহিক কমিকস, লেখাগুলো বুঝতে একটু কষ্ট হয়েছে। আশা করি নিয়মিত নিলে এমন হবে না। আমি সব কটি কুইজ ও প্রশ্নের উত্তর পাঠিয়েছি। সবচেয়ে ভালো লেগেছে বুদ্ধির ব্যায়াম, কুইজ আর ‘শব্দের খেলা’। কাকুরোর সমাধান করতে সবচেয়ে বেশি মজা লেগেছে। পাশাপাশি সময়ও লেগেছে বেশ। আমি কিন্তু তোমাদের নিয়মিত সদস্য হতে যাচ্ছি। আর বিভিন্ন নতুন বইয়ের তথ্যগুলো দিলে খুশি হতাম। নতুন খেলা পেলে দ্রুত দেবে।

মো. রাবিদ আল হাসান

সপ্তম শ্রেণি, নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়, নাটোর

কিআ: এখন তো বিজ্ঞাপনের মতো করে বলতে হয়, প্রথমবার নিয়েছ, কিন্তু শেষবার নয়। ও হো...ও হো হো...অনেক শুভেচ্ছা তোমাকে। ভালো থেকো।

আরও পড়ুন