‘নিজেকে জানো’ আর ‘মনোবন্ধু’ বিভাগ চালু করার অনুরোধ
প্রিয় কিআ,
তোমায় আমি ২০২১ সাল থেকে চিনি। সেই তখন থেকে তোমায় চিঠি লিখব লিখব করে আজ অবশেষে লিখেই ফেললাম। তোমার কাছে আমার দুটো অনুরোধ বা আবদার যা-ই বলো, তা-ই আছে। সেটা হলো ‘নিজেকে জানো’ আর ‘মনোবন্ধু’ বিভাগগুলো আবার চালু করো প্লিজ! প্লিজ! প্লিজ! আমি বড় হয়ে মনোবিদ হতে চাই, তাই এ বিষয়ের কোনো লেখা পড়তে আমার ভীষণ ভালো লাগে, তাই এই আবদার করা আরকি!
ওহ! জানো, এ মাসে আমি প্রথম তোমায় কুইজের উত্তর পাঠিয়েছি। কয়েকটা উত্তর দিতে আমার বান্ধবী আদ্রিতা আমায় সাহায্য করেছে। ওকে বলেছিলাম, আমি লিখলে ওকে ক্রেডিট দেব। ধন্যবাদ আদ্রিতা।
মেহজাবিন, নবম শ্রেণি, বিএএফ শাহীন কলেজ, ঢাকা
কিআ: তোমার অনুরোধ বা আবদার রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। কথা দিলাম। তবে আমার একটা প্রশ্ন আছে। পুরস্কার পেলে কি আদ্রিতাকে অর্ধেক দেবে?
আরও পড়ুন
আরও পড়ুন