মাইক্রোবাস ভূতে চালাচ্ছিল— গল্প নাকি সত্যি

প্রিয় কিআ,

জুন মাসের সংখ্যাটা পড়তে খুব মজা লেগেছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। ‘মাইক্রোবাস ভূতে চালাচ্ছিল’ গল্পটার শুরুতেই লেখা ‘ঘটনাটা কিন্তু সত্য’। কিন্তু গল্পটা পড়ে তো মনে হলো না যে ঘটনাটা সত্য! তা ছাড়া গল্প তো আর সত্য হয় না। তাহলে এটা সত্য নাকি মিথ্যা, এই দোটানায় ভুগছি।

সমতা

চতুর্থ শ্রেণি, রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: এই গল্পের অনেক ঘটনাই বাস্তবে ঘটেছিল। আবার অনেক ঘটনা ঘটেনি। তোমাকেই বুঝে নিতে হবে, কোনটা অবাস্তব আর কোনটা সত্য।

আরও পড়ুন