আড়ালে থাকা পাঠক

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

তোমাকে আমি ভালো আছ কি না, তা জিজ্ঞেস করব না। আমি তোমার একজন আড়াল পাঠক, আমি তোমাকে তিন বছর আড়ালে পড়ে আসছি, কখনো চিঠি দিইনি। আজ মন চাইছে, তাই চিঠি লিখলাম। প্লিজ আমার চিঠি ছাপাবে। না হলে আর সামনে আসব না তোমার, বলে রাখলাম। প্লিজ...প্লিজ।

ফারহান আহমেদ জিহান

এসএসসি পরীক্ষার্থী, মৌলভীবাজার সরকারি স্কুল, মৌলভীবাজার

কিআ: চিঠি ছাপা হয়েছে। এবার আড়াল থেকে বেরিয়ে এসো প্লিজ।

আরও পড়ুন