কারাতে নিয়ে সংখ্যা ছাপো

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

আশা করি ভালো আছ। দুই বছর ধরে তোমাকে পড়ে আসছি। কখনো চিঠি লেখার কথা মাথায়ই আসেনি। আজ লিখেই ফেললাম। বুঝতেই পারছ, কোনো একটা আবদার নিয়েই এসেছি। আবদারটা হলো, তুমি কারাতে নিয়ে একটা সংখ্যা ছাপো। আমি কারাতে খেলোয়াড় নই, কিন্তু কারাতে নিয়ে জানতে চাই। এই ছিল আমার আবদার। প্রথমবার চিঠি লিখেছি। আশা করি আমার চিঠিটা তুমি ছাপবে। আর তোমাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

সমতা

চতুর্থ শ্রেণি, রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: কারাতে নিয়ে সংখ্যা না হলেও লেখা ছাপা হবে। আশা করি সেটা পড়ে তুমি কারাতে সম্পর্কে জেনে ফেলবে। তবে একটা ঝুঁকিও আছে। সবাই যদি কারাতে শিখে ফেলে, তখন তো বিপদ। লেখা না ছাপলে এখন তো কিডন্যাপ করার হুমকি দাও। তখন ‘হাত থাকতে মুখে কী’ চেতনায় ‘ইয়া হু’ বলে একটা অটোগ্রাফ বসিয়ে দেবে আমার গালে। সেটা নিয়ে একটু ভয়ে আছি।

আরও পড়ুন