আঁকাআঁকির সুযোগ চাই

প্রিয় কিআ,

অনেকটা মন খারাপ নিয়েই তোমার কাছে চিঠিটি লিখছি। আশা করি, তুমি একটি সুন্দর সমাধান দেবে। আমরা যারা ছবি আঁকতে পছন্দ করি, তাদের জন্য যদি একটা বিশেষ সংখ্যা বের হতো, তাহলে আমরা বিভিন্ন লেখার সঙ্গে আমাদের আঁকাগুলো তোমাকে পাঠাতে পারব! অন্য বন্ধুদের সঙ্গেও এ বিষয়ে কথা বলতে পারব!

অনেকটা আশা আর এত্তগুলো ভালোবাসা নিয়েই তোমার কাছে চিঠিটি লিখছি। আশা করি, তুমি আমাদের এই সমস্যার একটি সুন্দর সমাধান দেবে সব সময়ের মতো! এভাবেই আমাদের পাশে থেকো কিআ, ভালোবাসা অবিরাম!

যুথিকা ঋতু

দ্বাদশ শ্রেণি, মালিকান্দা মেঘুলা কলেজ, ঢাকা

কিআ: খুব ভালো একটা বিষয় তুলে ধরেছ। আঁকাআঁকি নিয়ে একটা বিশেষ সংখ্যা হতেই পারে। মাথায় রাখলাম। আগে আঁকাআঁকি নিয়ে আমাদের বেশ কয়েকটা বিভাগ ছিল। সেগুলো আবার চালু করতে হবে। ধন্যবাদ তোমাকে।

আরও পড়ুন