অ্যানিমে-কথনের লেখকের কাছে অনুরোধ
প্রিয় কিআ,
আজ তোমার কাছে আসিনি। আজ অ্যানিমে-কথনের লেখক প্রান্ত ঘোষ দস্তিদারের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। তাই তোমাকে এই চিঠি লেখা হলো। কারণ তুমিই তাঁকে জানাতে পারবে। এ ছাড়া তুমিই তো তাঁর লেখা ছাপাবে। এবার আসল কথায় আসি। প্রান্ত ঘোষ দস্তিদারের কাছে আমার আবেদন হলো, দয়া করে তিনি যেন সেভেন ডেডলি সিনস নিয়ে লেখেন। (প্লিজ প্লিজ প্লিজ)১০। আজকের জন্য এতটুকুই। (বিদায় বিদায় বিদায়)১০। ভালো থেকো সবাই।
মোহাম্মদ হাছিন শাহরিয়ার
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: তোমার অনুরোধের জন্য ধন্যবাদ১০। প্রান্ত ঘোষ দস্তিদার নিশ্চয়ই তোমার অনুরোধ ফেলতে পারবেন না। আর তোমার পক্ষ হয়ে ওকালতি করার জন্য আমি তো আছিই।