আলপনা উপহার
প্রিয় কিআ,
তোমাকে দেওয়া এটা আমার প্রথম চিঠি। তাই তোমার জন্য ছোট্ট একটা উপহার পাঠালাম। এপ্রিল সংখ্যায় আবু হাসানের লেখা ‘রঙিন রেখায় আলপনা আঁকি চলো’ পড়ে আমার আলপনা আঁকতে ইচ্ছা করল। তবে সেটা বাড়ির উঠান বা মেঝেতে নয়, ক্যানভাসে। আলপনাটি এঁকে পাঠিয়ে দিলাম তোমার কাছে। আলপনাটি কেমন হয়েছে জানিয়ো। আর আলপনাটি তোমার কাছে রেখে দিয়ো। শুভ নববর্ষ। বিদায়।
মিফতাহুল জান্নাত
সপ্তম শ্রেণি, এস এস গভর্নমেন্ট মডেল হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ, লালমনিরহাট
কিআ: অসাধারণ! এটা আমাদের নববর্ষের সেরা উপহার। খুব সুন্দর হয়েছে। আলপনাটি আমরা আমাদের অফিসে রেখে দিয়েছি। অনেক ধন্যবাদ তোমাকে।