কিআড্ডার প্রতি পাঠকের সম্মতি

কিআড্ডার শততম পর্বে এসেছিল ওয়ারফেজছবি: আব্দুল ইলা

প্রিয় কিআ,

মার্চ মাসের সংখ্যাটা দারুণ! উড়তে জানা ছেলেটা উপন্যাসটি অনেক ভালো। গল্পগুলোর কথা তো বাদই দিলাম, এত সুন্দর! একটা প্রশ্ন, ‘তাতা’ কমিকস কি আর ছাপা হবে না? কারণ, ‘চলবে’ লেখা নেই। পরেরবার কিন্তু ‘আমরা সবাই রাজা’ ছাপা চাই। একটি চিঠির উত্তরে অনলাইন কিআড্ডার কথা বলেছ। এটার প্রতি সম্মতি জানাচ্ছি। আর আমার নাম উচ্চারণ করতে সমস্যা হয়নি তো? ভালো থেকো।

শায়িরা রেজওয়ানা

পঞ্চম শ্রেণি, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর

কিআ: আরে না, সুন্দর নাম তো তোমার। সমস্যা হবে কেন? একেবারে সহিহ কায়দায় নামটা উচ্চারণ করেছি। অনলাইন কিআড্ডা বিষয়ে তোমরা সবাই দেখছি রাজি। তাহলে একটা করেই ফেলি পরীক্ষামূলকভাবে। আমরা যদি জুম বা গুগল মিটে অনলাইন কিআড্ডার আয়োজন করি, তোমরা কি নির্দিষ্ট সময়ে জয়েন করতে পারবে? কোন দিন করলে ভালো হয়? কোন সময় তোমাদের চাপ কম থাকে? বিকেলে না সন্ধ্যায়? বিস্তারিত যদি জানাও, আমরা মে মাস থেকে শুরু করব।

আরও পড়ুন