আষাঢ় মাসে আষাঢ়ে গল্প

অলংকরণ: আরাফাত করিম
প্রতি মাসের ৫ তারিখে কিশোর আলো প্রকাশিত হলেও আগামী মাসে কিআ আসছে ৫ তারিখের আগেই। একগাদা আষাঢ়ে গল্পসহ নানা আয়োজন নিয়ে ঈদের আগে প্রকাশিত হচ্ছে কিআর জুলাই সংখ্যা। জমজমাট ‘আষাঢ়ে গল্প’ সংখ্যায় আর কী কী থাকছে?

জনপ্রিয় লেখকদের চারটি আষাঢ়ে গল্প ও একটি আষাঢ়ে উপন্যাস রয়েছে নতুন সংখ্যায়। বিদেশি দু’জন লেখক রুডলফ এরিখ রাসপে ও ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের দুইটি গল্প রয়েছে এর মধ্যে। আরও আছে আনিসুল হক ও খাইরুল বাবুইর দুইটি গল্প। আর একমাত্র আষাঢ়ে উপন্যাসটি লিখেছেন আহসান হাবীব

অনেকদিন পর কিআর পাতায় ফিরছে সাক্ষাৎকার। লেখক ও পাখিবিশারদ শরীফ খানের সাক্ষাৎকার প্রকাশ পাবে জুলাই সংখ্যায়। সাক্ষাৎকারে উঠে এসেছে শরীফ খানের জীবনের নানা অংশের নানা গল্প।

ধারাবাহিক কমিকস তাতা, অ্যাডভেঞ্চার অব ইলু বিলু ও ইরাবতীর নতুন পর্ব আসছে নতুন সংখ্যায়।

স্কুল ক্রিকেট, বিটিএসস্কুলের তারকাসহ বিভিন্ন বিষয় নিয়ে ছয়টি ফিচার পাওয়া যাবে আগামী সংখ্যায়।

এছাড়া চিঠিপত্তর, আমরা সবাই রাজা, গণিতের ধাঁধা, বুদ্ধির ঝিলিক, আয়োজন ও কুইজসহ নিয়মিত আয়োজন তো থাকছেই। এ সংখ্যাতেই ছাপা হচ্ছে ‘চেকমেট | মাই ফার্স্ট চেসবুক’ লেখাটির শেষ পর্ব।

তোমার কপি পেতে আজই বলে রাখো হকার আঙ্কেলকে অথবা ফোন করো ০১৭০৮৪১১৯৯৬ নম্বরে। অনলাইনে অর্ডার করতে ভিজিট করো রকমারি ও প্রথমা ডট কম।