'প্রতিটি আইসক্রিম ঘরে বসে বানিয়েছি'
প্রিয় কিআ,
এবার তোমার মে মাসের সংখ্যাটা দারুণ হয়েছে। বিশেষ করে আমার মতো মানুষ, যারা কিনা একটু গরমেই কাবু হয়ে যায়, তাদের জন্য আইসক্রিম নিয়ে লেখা সংখ্যাটা আশীর্বাদের মতো। সে জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিটি আইসক্রিম ঘরে বসে বানিয়েছি। তা ছাড়া এ সংখ্যার মাধ্যমে আইসক্রিম নিয়ে অনেক অজানা তথ্যও জেনেছি। নাবিল মুহতাসিম স্যারের লেখা ‘লঙ্কাকান্ড’ গল্পটাও ভালো লেগেছে। আর ‘কিআ মিম কনটেস্ট’ আমার পছন্দ হয়েছে। আমার অবসর সময়ের অন্যতম সঙ্গী হয়ে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তাইফ ইয়াছার
দশম শ্রেণি, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা
কিআ: দারুণ! আইসক্রিমগুলো বানিয়েছ জেনে খুব ভালো লাগল। তোমাদের আগ্রহ থাকলে আমরা মাঝেমধ্যে এ রকম রেসিপি দিতে পারি। জানিয়ো। ভালো থেকো।