ব্লু লক চরিত্রদের চিনতে পেরেই চমকে উঠি

প্রিয় কিআ,

জানো তো, আমি তোমার অন্যতম পুরোনো পাঠক। কিন্তু একটাও চিঠি দেওয়া হয়নি এখন পর্যন্ত। ২০২১ সালের আগস্ট মাসে আম্মু একবার আমাকে কিআ কিনে দেয়। তখনো তোমাকে নিয়মিত পড়া শুরু করিনি। কিন্তু ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত একটা সংখ্যা ছাড়া সব কটাই আছে। তোমাকে শেষ করতে বড়জোর এক ঘণ্টা লাগে। কিআ হাতে পাওয়ার পর যে পৃষ্ঠা আগে খুলি, সেটা হচ্ছে অ্যানিমে কথন। এবার তো খুলে রীতিমতো চমকে গেলাম। কারণ, আমার অন্যতম প্রিয় অ্যানিমে ব্লু লক (অবশ্যই অ্যাটাক অন টাইটান–এর পর) নিয়ে লেখা ছিল। ব্লু লক চরিত্রদের চিনতে পেরেই আমি চমকে উঠি। আশা করি, এমন আরও পছন্দের ও অসাধারণ অ্যানিমে নিয়ে তোমরা লেখা ছাপবে। আজকের জন্য এতটুকুই। সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, তাই পাঠ্যবইদেরও একটু সময় দিতে হয়।

রিফাইয়া তাজরিয়ান

নবম শ্রেণি, মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

কিআ: অবশ্যই। পাঠ্যবইয়ের সঙ্গে অভিভাবকদের খুব ভালো সম্পর্ক। ওদের সময় না দিলে যদি অভিভাবকদের কাছে নালিশ করে, তখন কিন্তু আমি শেষ। সব সময় পাঠ্যবইয়ের সঙ্গে একটা ভারসাম্য বজায় রাখবে, ঠিক আছে? ভালো থেক।।

আরও পড়ুন