‘কিশোর আলো অফিস বন্ধ করে দেব’

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,
আমি তোমাকে একটা ওয়ার্নিং দিয়ে রাখছি। সেটা হচ্ছে, তুমি যদি আমার চিঠিটা না ছাপো, তাহলে আমি কিশোর আলো অফিস বন্ধ করে দেব। অফিস বাঁচাতে হলে আমার চিঠিটা ছাপো।

তানফীর ইসলাম
চতুর্থ শ্রেণি, সিদ্দিকি’স ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

কিআ: আরে, আমি তো এটাই চাই! তুমি অফিস বন্ধ করে দিলে আমাদের আর আসতে হবে না! ছুটি! কী মজা! তারপরও চিঠিটা ছাপলাম এটা বলার জন্য যে তানফীর, তুমি এসে আমাদের অফিসটা বন্ধ করে দাও। রোজ আসতে আর ভালো লাগছে না!

প্রিয় কিআ,
তুমি আমার প্রথম ভালোবাসা। ক্লাস টু থেকে আমি তোমাকে পড়া শুরু করেছি। ক্লাস এইটে এসেও তোমার প্রতি আমার ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই। ‘চিঠিপত্তর’‘আমরা সবাই রাজা’ দুটি বিভাগের পাশাপাশি আমার কাছে ‘দেখতে পারো’ বিভাগটিও অত্যন্ত আকর্ষণীয়। মার্চ মাসের সংখ্যায় ‘দেখতে পারো’ ফিচারটিকে দেখতে না পেরে একটু দুঃখ বোধ করেছিলাম। আশা রাখি, এপ্রিল মাসের সংখ্যায় আবার তার পুনর্দর্শন মিলবে।

দীপান্বিতা দাশ
অষ্টম শ্রেণি, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

কিআ: মার্চে ‘দেখতে পারো’ না থাকার জন্য দুঃখিত। তবে তোমার জন্য এপ্রিলে কিন্তু আছে। দেখতে পারো।

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,
তুমি জানো, আমি গোয়েন্দা কাহিনির খুব বড় ভক্ত। বিশেষ করে তিন গোয়েন্দা আমার খুব ভালো লাগে। আচ্ছা তোমার কেমন লাগে তিন গোয়েন্দা? আর মার্চ মাসের সংখ্যায় রহস্যোপন্যাস দেওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ।

সুহাইবা শাহরিন
ষষ্ঠ শ্রেণি, সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী

কিআ: আমিও গোয়েন্দা কাহিনির বিরাট ভক্ত। আমারও তিন গোয়েন্দা ভালো লাগে। তুমি কি তিন গোয়েন্দা শুরুর দিকের বইগুলো পড়েছ (আমি ধরেই নিচ্ছি সাম্প্রতিক বইগুলো তোমার পড়া)? না পড়লে একেবারে ভলিউম ১ থেকে পড়া শুরু করে দাও। দারুণ লাগবে। চিঠির জন্য ধন্যবাদ। ভালো থেকো।

প্রিয় কিআ,
আগে তোমাকে সবাই কিআ ভাইয়া বলে ডাকত, কিন্তু এখন শুধু কিআ বলে কেন? আমিও তাই ‘কিআ’ লিখলাম। আর হ্যাঁ, গত মাসে চিঠিপত্তরের শেষে একটা ‘মিম’ দিয়েছিলে, এ রকম মিম কি আমিও ই-মেইলে পাঠাতে পারি? পাঠাতে কী কী করতে হবে জানিও।

আফরা নাওয়ার
সপ্তম শ্রেণি, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: দুঃখের কথা আর কী বলব আফরা! আজকাল কেউ পর্যাপ্ত সম্মান দিচ্ছে না। ভাইয়া বলা তো দূরের কথা, যা–তা ব্যাবহার করে। চিঠি না ছাপলে ছিঁড়ে ফেলার হুমকি দেয়। মনটা খুব খারাপ। এই দুঃখ আর টেনশনে শুকিয়ে যাচ্ছি। এখন মিমটিম দিয়ে যদি একটু মনটা হালকা হয়! তুমিও পাঠাও। চিঠি যেভাবে পাঠালে, সেভাবেই মিমটা ই–মেইলে অ্যাটাচ করে দিয়ো। ভালো থেকো।