অর্জন সম্পন্ন হলে নিজেকেই নিজে প্রশংসা করো

আমি যেকোনো কাজ ভালোভাবে শুরু করতে পারলেও সেটা শেষ করতে পারি না। অর্থাৎ কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারি না। সেটা আমার পড়াশোনার ক্ষেত্রেও। আমার মনোযোগও কম। এখন কী করব?

হাসান আল ফেরদৌস

উত্তর: সুন্দরভাবে প্রশ্নটি উপস্থাপনের জন্য তোমাকে ধন্যবাদ। তুুমি লিখেছ তুমি কোনো কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারো না, তুমি চেষ্টা করে যাচ্ছ, লক্ষ্যে পৌঁছাতে পারছ না। তুমি পরিকল্পনা করে কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নাও এবং পরিকল্পনামাফিক কাজ শুরু করে দাও। এক এক অংশের অর্জন সম্পন্ন হলে নিজেকেই নিজে প্রশংসা করো।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।