আমার বয়স ১৫ বছর। ছোটবেলা থেকে আমার বাবা-মা কোনো কারণে আমার খেয়াল রাখেন না। তাঁরা শুধু তাঁদের বড় মেয়েকে নিয়ে চিন্তিত থাকেন। অন্তত আমার তা-ই ধারণা। আমাকে আমার এক আত্মীয় বড় বোন খুব ভালোবাসেন। তা ছাড়া আমার দুই ঘনিষ্ঠ বন্ধু আমার প্রতি সহানুভূতিশীল। তারা আমাকে খুব খেয়াল করে। আমি কি তাদের ভালোবাসতে পারব? আমার মা-বাবার কাছে আমি ভালো হওয়ার চেষ্টা করলেও হতে পারি না। কেন বলতে পারেন?
তাবাসসুম হক
উত্তর: তোমার এই ধারণার কথা কখনো কি খোলাখুলিভাবে প্রকাশ করেছ? একদিন মন খুলে সুন্দর ভাষায় মনের কথা বলে ফেলো, তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। তুমি আরও লিখেছ তোমার আত্মীয় বড় বোন ও বন্ধুরা তোমাকে ভালোবাসে এবং সহানুভূতিশীল। ভালোবাসা দিয়েই তো জয় করতে হয় সবকিছু।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।