default-image

খোকন নামের এক কিশোরসহ ছয় বন্ধু মিলে একটা দল গঠন করেছে, নাম দিয়েছে ‘ভয়াল ছয়’। ভয়াল ছয় দলের প্রধান লক্ষ্য পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ করা। তাদের প্রথম গন্তব্য আফ্রিকার গহিন অরণ্য। তখন ১৯৭১ সাল, দেশের রাজনৈতিক অবস্থার অবনতি হচ্ছে। এর কয়েক দিন পরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। খোকনকে তাদের বাড়ির সীমানার বাইরে যেতে মানা করল তার বড় চাচা, এককথায় বাড়িতে বন্দী করে রাখল। সেই যুদ্ধের সময়েই খোকনের বন্ধু সাজ্জাদকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে গেলেন সাজ্জাদের দুলাভাই। এই অবস্থাতে তাদের সেই ভয়াল ছয় দলের কী হবে? সাজ্জাদের দুলাভাইকে কি পাওয়া যাবে? খোকন ও তার বন্ধুরা কি পায়ে হেঁটে সেই সময় আফ্রিকা যেতে থাকবে, নাকি যুদ্ধে যোগ দেবে? এই সব তথ্য জানতে চাইলে বইটি পড়তে হবে। পড়তে বসলে বইটি শেষ না করে ওঠার উপায় নেই।

লেখক: শিক্ষার্থী, পুলিশ লাইনস হাইস্কুল, কিশোরগঞ্জ

বিজ্ঞাপন
জীবনযাপন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন