উত্তর: মানসিক চাপ মোকাবিলার প্রথম শর্ত হচ্ছে মনের যত্ন নেওয়া। মনের যত্ন নিতে হলে তোমাকে প্রথমে মানতে হবে যে তোমার মন আছে। এরপর নিজের জন্য প্রতিদিন কিছুটা সময় রাখবে ‘মি টাইম’। প্রতিদিন একবার করে নিজেকে ধন্যবাদ দেবে। রাতে ঘুমুবে। রাত জাগবে না মোটেই। দিনে সক্রিয় থেকে যতটুকু সম্ভব পড়ালেখা করবে। একসঙ্গে অনেকটা সময় ধরে পড়ালেখা করবে না। পড়ার বইয়ের বাইরে গল্প-কবিতার বই পড়তে পারো। ভালো সিনেমা দেখবে। গান শুনবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। পড়ালেখার মাঝে বিরতি নেবে। মানসিক চাপ কমানোর আরও উপায়ের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বড় বড় শ্বাস নিয়ে শ্বাসের ব্যায়াম করা (ব্রিদিং এক্সারসাইজ), রিলাক্সেশন, মেডিটেশন, ইয়োগা। ইউটিউব দেখে এগুলোর চর্চা করতে পারো। এ ছাড়া প্রতিদিন ব্যায়াম আর সুযোগ থাকলে সাঁতার কাটতে পারো।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।