আমার চেয়েও সুন্দরী একটা মেয়ে আছে, ওকে দেখলেই আমার হিংসা হয়

আমি ক্লাস নাইনে পড়ি। আমার বয়স ১৫ বছর। এবার নতুন একটা স্কুলে ভর্তি হয়েছি আমি। আগের স্কুলটায় আমিই ছিলাম সবচেয়ে বেশি সুন্দরী। তাই সবাই খুব পছন্দ করত আমাকে। কিন্তু নতুন স্কুলে আমার চেয়েও সুন্দরী একটা মেয়ে আছে। ওকেই পছন্দ করে সবাই। এতে আমার খুব খারাপ লাগে। আমি সুন্দরী মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করতে চেষ্টা করেছি, কিন্তু ও আমার সঙ্গে ঠিকভাবে কথা বলে না। খুব অহংকারী ও। ওকে দেখলেই আমার হিংসা হয়। নিজের প্রতি একধরনের ঘৃণা সৃষ্টি হয়েছে। আমি এখন কী করব?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ খারাপ বোধ করছ। অনেকেই আছে ভেতরের কথা বোতলবন্দী করে রেখে দেয়। তুমি যে আমাকে তোমার মনের কথা বলেছ, এ জন্য ধন্যবাদ। তুমি নতুন স্কুলে কত দিন হলো ভর্তি হয়েছ? তোমার কী একজনের সঙ্গেই বন্ধুত্বে সমস্যা হচ্ছে, নাকি অন্যদের সঙ্গেও? নতুন স্কুলে অচেনা পরিবেশে সম্পর্ক তৈরি হতে সময় তো একটু লাগেই, তা-ই না? তুমি হয়তো কিছুটা সময় টানাপোড়েনের মধ্যে আছ। চিঠি পড়ে মনে হচ্ছে তুমি দেখতে বেশ ভালো। তাই বলে কি তুমি শুধু দেখতে ভালোদের সঙ্গেই বন্ধুত্ব করবে? অন্যরা তোমার বন্ধু হতে পারবে না? দেখতে ভালো হলে অন্যের মনোযোগ পাওয়া যায়, ব্যতিক্রম হলে বন্ধুত্ব কম হবে—এ ধারণা কতটা যুক্তিপূর্ণ ভেবে দেখবে কি? সৌন্দর্যের ধারণা একেক জনের কাছে একেক রকম। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। অন্তরের সৌন্দর্যও অনেক গুরুত্বপূর্ণ। যুক্তির সঙ্গে যখন আবেগ, সহমর্মিতা স্নেহ, ধৈর্য, সহনশীলতা ও সম্মান থাকে, তখন কোনো সম্পর্ক কঠিন নয়।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।