আশাভঙ্গের বেদনা ভীষণই কষ্টকর

আমি ২০১৬-১৭ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। কিন্তু কোথাও চান্স পাইনি। আমার অনিচ্ছা সত্ত্বেও আব্বু-আম্মু আমাকে ফেনী সরকারি কলেজে গণিতে ভর্তি করিয়ে দেন আমাকে। স্বপ্ন ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো ইচ্ছাই আমার নেই। ভাবছি আবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেব। যদি আর এক বছর চেষ্টা না করি তাহলে সারাজীবনই মনে হবে, আমি হয়তো চেষ্টা করলে চান্স পেতাম। কিন্তু আম্মু-আব্বু বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়েও বিসিএস ক্যাডার হওয়া যায়, অনেক ভালো কিছু করা যায়। আমার এই এক বছর নষ্ট হওয়াটা তাঁরা মেনে নিচ্ছেন না। আমাকে বিভিন্ন মানুষের উদাহরণ দেখাচ্ছেন তাঁরা। এখন আমি কী করব?

নাহিদা আক্তার

উত্তর: আশাভঙ্গের বেদনা ভীষণই কষ্টকর বুঝতে পারছি। এটাই যে বাস্তবতা। তুমি লিখেছ, ভর্তির জন্য দ্বিতীয়বার চেষ্টা করতে চাও। ভালোভাবে খোঁজ নিয়ে জানবে, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কি না। নানা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তোমার। আর সেটা তোমাকেই নিতে হবে। প্রথমত, গণিত বিষয়টি তুমি পছন্দ করে পড়বে কি না? সঠিক পরিকল্পনা, সদিচ্ছা এবং পরিশ্রম করলে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও কোনো শিক্ষার্থী যদি গুরুত্বপূর্ণ সময়টি অবহেলায় কাটিয়ে দেয়, তাহলেও সে পছন্দের গন্তব্যে পৌঁছাতে পারবে না। অভিভাবকদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার জীবনের সিদ্ধান্তের বোঝাপড়া নিজেকেই বুঝে নিতে হবে। তুমি স্থির হয়ে ভাবো, কেন তুমি ভর্তির সুযোগ পেলে না। প্রথমে তালিকা করো কী কী কারণে পারলে না। ঠিক করো এ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এখন কী কী করলে তোমার সেই পছন্দের ঠিকানা অর্থাত্ পেশাগত জীবনে তুমি যা হতে চাও সেখানে পৌঁছাতে পারবে। জীবনের একটা বছর কম গুরুত্বপূর্ণ নয়। আশা করি তুমি ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।