ও আমার সহপাঠী। তার নাম বলতে চাই না। লেখাপড়ায় অনেক ভালো। নাচ, গান, ছবি আঁকা—সবকিছুতেই পারদর্শী। কিন্তু অনেক হিংসুটে, অহংকারী ও স্বার্থপর। ওর সঙ্গে আমার অনেক ঝগড়া হয়, ওকে আমি দুই চোখে দেখতে পারি না। কিন্তু আমার ক্লাসের অন্য মেয়েরা প্রচণ্ডভাবে ওর প্রশংসা করে আর আমার বিপক্ষে যায়। তাই আমার অনেক খারাপ লাগে। এখন আমি কি সবার মতো ওর প্রশংসা করব?
শাওরিন ফওজিয়া
উত্তর: তুমি তোমার সহপাঠীর অনেক দক্ষতার প্রশংসাই করেছ। তোমার সহপাঠী লেখাপড়ায় অনেক ভালো। তবে ওর হিংসুটেপনা, অহংকার ও স্বার্থপরতা তোমার পছন্দ না। অন্যের অনেক কিছুই তোমার পছন্দ নাও হতে পারে। তুমি অন্যকে পাল্টাতে পারবে না, তবে নিজেকে পারবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে সবকিছুই সহজ হয়ে যায়। তুমি নিজেই উদ্যোগী হয়ে ওর সঙ্গে বন্ধুত্ব করতে পারো। ওর ভালো গুণের প্রশংসা করতে পারো এবং যে ব্যাপারগুলো তোমার ভালো লাগে না, তা নিয়ে খোলাখুলি কথা বলতে পারো। ওরও হয়তো তোমার প্রতি কোনো অভিমান থাকতে পারে। আবেগপ্রবণ না হয়ে, অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে সচেতনভাবে পদক্ষেপ নাও।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।