কিছু কিছু ক্ষেত্রে আমার কোনো আবেগই থাকে না

আমি নবম শ্রেণিতে পড়ি। কিছু কিছু ক্ষেত্রে আমি খুব ইমোশনাল। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার কোনো আবেগই থাকে না। যেমন আমি যদি কোনো ‘স্যাড এন্ডিং’ এর মুভি দেখি বা বই পড়ি অথবা দুঃখজনক কিছু দেখি বা শুনি, তাহলে আমি খুব অস্বাভাবিক হয়ে যাই। আমার তখন মনে হয় আমি যেন কোনো ঘোরে আছি। স্বাভাবিক হতে খুব সময় লাগে। পড়াশোনাসহ কোনো কিছুতেই মন দিতে পারি না। প্রচুর মন খারাপ থাকে। এমনটা হওয়া কি কোনো মানসিক অসুস্থতার লক্ষণ? আমার এমতাবস্থায় কী করা উচিত?

জোহরা নওরিন

উত্তর: তুমি লিখেছ তোমার আবেগ খুব বেশি। দুঃখের কোনো কিছু দেখলে শুনলে তোমার মন অনেকটা সময় খারাপ থাকে। এই মন খারাপের মাত্রা কেমন? তোমার কি দিনের বেশির ভাগ সময়ই মন খারাপ থাকে? তুমি আরও লিখেছ ঘোরের মধ্যে থাকো। তখন কি দুঃখভাব, দুশ্চিন্তা ও বিরক্তি তোমাকে ঘিরে থাকে? পড়াশোনায়ও মনোযোগ হ্রাস পেয়েছে মনে হচ্ছে। চিঠি পড়ে মনে হচ্ছে, তোমার একজন অভিজ্ঞ মনোচিকিৎসকের সহযোগিতা নেওয়া প্রয়োজন।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।