কী করে এই ঝামেলা কাটানো যায়?

আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। আমার বাবা ঢাকায় থাকে বলে আমাদের বাসায় আমি, মা ও ছোট ভাই ছাড়াও আমার এক কাজিন থাকে। কিছুদিন আগে একদিন দুপুরে আমার কাজিনের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়। ফলে সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। সে এখন পর্যন্ত আমার সঙ্গে কথা বলে না। আমি ওর সঙ্গে কথা বলতে চাইলে সে এড়িয়ে যায়। এখন কী করে এই ঝামেলা কাটানো যায়? কোনো উপায় বলুন।

নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

উত্তর: তোমাকে প্রথমেই ধন্যবাদ যে তুমি তোমার ভুল আচরণের বিষয়টি বুঝতে পেরেছ এবং তুমি নিজে থেকে বিষয়টি সমাধান করতে চাইছ। আমি তোমাকে পরামর্শ দেব, প্রাথমিকভাবে তুমি তার সঙ্গে বারকয়েক কথা বলার চেষ্টা করতে পারো। যদি কথা বলতে সমস্যা হয়, তাহলে ছোট চিরকুট কিংবা এসএমএস করেও তাকে জানাতে পারো যে তুমি তোমার ব্যবহারের জন্য অনুতপ্ত। এ ছাড়া তুমি তাকে তার প্রিয় উপহার দিয়ে সঙ্গে একটা সুন্দর কার্ডেও তোমার ভুল বুঝতে পারার বিষয়টি জানাতে পারো। তবে সে যদি এরপরও তোমার সঙ্গে স্বাভাবিক আচরণ না করে, তাহলে আপাতত তার সঙ্গে এ বিষয়ে চাপাচাপি না করাই ভালো। কারণ, এর ফলে সে তোমার আচরণে আরও বিরক্ত বোধ করতে পারে, বরং তাকে একটু সময় দাও। যদি তোমাদের বন্ধুত্ব বেশ গভীর হয় বা তোমার বন্ধুত্ব তার কাছে গুরুত্বপূর্ণ হয় এবং তোমার অভাববোধ করে, তাহলে সে অবশ্যই একসময় তার অভিমান ভেঙে তোমার কাছে ফেরত আসবে। তাই এই ভাবার সময়টুকু তোমার তাকে দেওয়া উচিত।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো editor@kishoralo.com-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।