তিন গোয়েন্দা

গিরিপথের একধারে পাহাড়ের ঢালে তৈরি টেরর ক্যাসল, যার আসল নাম ছিল ফিলবি ক্যাসল। বিখ্যাত অভিনেতা জন ফিলবি এর মালিক। ব্যাংকে পাহাড়প্রমাণ ঋণ তার। হারাতে হবে ফিলবি ক্যাসল। তাই আত্মহত্যা করে বসে। মৃত্যুর আগে অদ্ভুত অভিশাপ দিয়ে যায়। ফিলবি ক্যাসলে শুরু হয় অদ্ভুত কাণ্ড। ফিলবি ক্যাসল হয়ে যায় টেরর ক্যাসল।‌ বিশ বছর পর তদন্ত নামে তিন কিশোর। তাদের প্রথম কেস। সফল হলে বিখ্যাত হয়ে যাবে। কিন্তু তদন্তে নেমে বুঝতে পারে আতঙ্কের জগতে নেমে এসেছে তারা। অস্বস্তি, ভয় শেষে আতঙ্ক নেমে এসে চেপে ধরে তাদের। জানত না কী ভয়ংকর বিপদ ওত পেতে আছে। রকিব হাসানের বিখ্যাত তিন গোয়েন্দা সিরিজের প্রথম বই তিন গোয়েন্দা। টানটান উত্তেজনা, রহস্য আর অসীম সাহসী তিন গোয়েন্দার বুদ্ধির ঝিলিকের স্বাদ পেতে আজই পড়ে ফেল বইটা। কথা দিচ্ছি, একবার শুরু করলে শেষ না করে উঠত পারবে না।

লেখক: শিক্ষার্থী, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুল, হবিগঞ্জ

আরও পড়ুন