তিরস্কার ও তুলনা করলে শিশুদের আত্মবিশ্বাস কমে যায়

আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। আমরা দুই বোন। আমি ছোট। আমার বড় বোন আমার চেয়ে পড়ালেখায় ভালো। ও মাস্টার্সের ছাত্রী। মা-বাবা শুধু ওকে নিয়ে মেতে থাকে। আমাকে নানাভাবে ছোট করে। আর বড় আপু আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আমাকে সহ্য করতে পারে না। আমাকে কিছু পরামর্শ দিন, প্লিজ।

জিনিয়া সুলতানা

উত্তর: আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যে আমাকে তোমার ভেতরকার অভিমানের কথা বলেছ, এ জন্য ধন্যবাদ। তুমি যে মা, বাবা ও বড় বোন সম্পর্কে এভাবে ভাবছ, কখনো কি মন খুলে এটা নিয়ে কথা বলেছ? প্রতিটি শিশুই যে স্বতন্ত্র, মা-বাবা অসচেতনভাবেই এটা মানতে চান না। সমালোচনা, তিরস্কার ও তুলনা করলে শিশুদের আত্মবিশ্বাস কমে যায়। সন্তানের প্রতি মা-বাবার শর্তহীন ভালোবাসা একধরনের নিরাপত্তাবোধ দেয়। এই নিরাপত্তাবোধের উষ্ণতায় শিশু দক্ষতার সঙ্গে পথ চলতে পারে। মা, বাবা ও বড় বোনের সঙ্গে তোমার যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে, তুমিই উদ্যোগী হয়ে সুন্দর ভাষায় বলে ফেলো না, ‘আমি তোমাদের ভালোবাসা চাই এবং তোমাদের ভালোবাসা চাই।’

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।