নিজেকে খুব ছোট ছোট মনে হয়

অলংকরণ: শিখা

আমার এক বান্ধবীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। অনেক দিন ধরে তার সঙ্গে কথা বলা হয়নি। আসলে আমি তার সঙ্গে কথা বলতে পারছি না। নিজেকে খুব ছোট ছোট মনে হয়। বান্ধবীর সঙ্গে কীভাবে কথা শুরু করতে পারি একটু বুদ্ধি দেবে?

হৃদিতা ফেরদৌস

উত্তর: তুমি লিখেছ অনেক দিন ধরে তোমার বান্ধবীর সঙ্গে কথা বন্ধ রেখেছ। তাই একধরনের দূরত্ব তৈরি হয়েছে। তুমি উদ্যোগী হয়ে মান ভাঙানোর দায়িত্ব নিলে দেখো নিজেরই কত ভালো লাগবে। সেও হয়তো এ রকম একটা দিনের অপেক্ষায় আছে। প্রয়োজনে বান্ধবীর কাছে ক্ষমাও চাইতে পারো। এতে ছোট হওয়ার কিছু নেই। বরং বন্ধুত্বের বন্ধন টেকসই হবে।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।