পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা জরুরি

আমার পরিবারের সবাই আমাকে পাঠ্যবইতে বেশি মনোযোগ দিতে বলেন। কিন্তু আমার বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে বেশি ভালো লাগে। এখন আমার কী করা উচিত? গল্পের বইয়ের চেয়ে পাঠ্যবইতে কীভাবে মনোযোগ বাড়ানো যায়?

ফাইজুন নাহার

উত্তর: নানা ধরনের বই পড়ার অভ্যাসের জন্য তোমাকে সাধুবাদ জানাই। তুমি লিখেছ, গল্পের বইয়ের চেয়ে পাঠ্যবইতে কীভাবে মনোযোগ বাড়ানো যায়, অর্থাৎ তুমি পাঠ্যবইয়ের চেয়ে গল্পের বই বেশি পড়ছ। তোমার পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা জরুরি। তোমার রুটিনের মধ্যে থাকবে তুমি কয় ঘণ্টা পাঠ্যবইতে সময় ব্যয় করবে, কয় ঘণ্টা ঘুমাবে, পাঠ্যবইয়ের বাইরে অবসরে খেলাধুলা, শরীরচর্চা, গল্পের বই পড়ায় কত সময় ব্যয় করবে। ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। আলোকিত ও বহুমাত্রিক মানুষ হতে হলে পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন ধরনের বই পড়তে হবে। মা-বাবা যখন দেখবেন পাঠ্যবইয়ের সঙ্গে অবসরে বাইরের বই পড়েও তুমি ভালো ফল করেছ, তখন গল্পের বই পড়তে উৎসাহ দেবেন।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।