সবাই আমাকে ছেড়ে চলে যায়

আমার অনেক শখ। কিন্তু কোনোটাই ঠিকভাবে করতে পারি না। কখনো আমার পরিবার থেকে কোনো সমর্থন বা সাহায্য পাইনি। পরিবার নিয়ে কোনো মন্তব্য করব না, তবু সব সময় একটা অস্বস্তিতে থাকি। একটা চাপ অনুভব করি নিজের মধ্যে। ছোট থেকে ভালো ছাত্রের তকমা পেয়ে এলেও পরিবারের সবার মতে সবচেয়ে খারাপ প্রকৃতির ছাত্র আমি। কোনো কাজেই আমি আগ্রহ পাই না। বিশ্বাস করতে পারি না নিজেকে। যখনই কোনো বন্ধু বা কাউকে আপন ভেবে কাছে টানি, সবাই আমাকে ছেড়ে চলে যায়। তাই বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসেবেও আর কাউকে বিশ্বাস করতে পারি না। কিছুদিন আগে অন্য শহরে এসেছি আমরা। শহর পরিবর্তনটা গভীর দাগ কেটেছে আমার মনে। আমার আত্মবিশ্বাস শূন্যের ঘরে গিয়ে পৌঁছেছে। নিজের কাছেই খুব অসহায় মনে হয় নিজেকে। সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে আমার জীবন।

মো. ফুয়াদ হাসান

উত্তর: তোমার অনেক শখের কথা লিখেছ, শখগুলো কোন ধরনের বোঝা গেল না। চিঠি পড়ে আরও মনে হলো, তোমার বেড়ে ওঠায় পরিবারকেই বড় বাধা মনে করছ। মনে হচ্ছে, পরিবারের ওপর ভীষণ ক্ষোভ তাই না? একধরনের বেদনা বহন করে চলেছ অথচ মন খুলে বলতে পারছ না।

পারিবারিক অসচেতনতা, বাধা, প্রশংসার অভাব তোমার মনের মধ্যে চাপ তৈরি করছে। তোমার আত্মবিশ্বাস কমে যাচ্ছে। বোঝাই যাচ্ছে, তোমার এই আত্মবিশ্বাসশূন্যতা মেনে নিতে কষ্ট হচ্ছে তোমার। আরও লিখেছ, নতুন বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। সবকিছুকে তুমি নেতিবাচকভাবে নিচ্ছ। চিঠি পড়ে বুঝতে পারছি না তোমাদের পরিবারে এসব নিয়ে কথা বলার গণতান্ত্রিক পরিবেশ আছে কি না। পরিবেশ বুঝে একেবারে সরল শিশুর মতো মনের কথা খোলাখুলি বলে ফেলো, দেখবে মন খুব হালকা লাগছে। খুব ঠান্ডা মাথায় তোমার ভালো লাগাগুলো বোঝাও, যা তোমার শরীর ও মনের জন্য স্বাস্থ্যকর। তুমি দায়িত্ব নিয়ে বলো, আমি লেখাপড়া ঠিকমতো করেই আমার শখের কাজগুলো ঠিকমতো করব। আত্মবিশ্বাসের সঙ্গে বলো, পাঠ্যবইয়ের বাইরের এসব কার্যক্রম আমার অভিজ্ঞতায় সহায়ক হবে, আমি বেড়ে উঠব। নিজেকে জয় করতে হলে সাহস করে পরিবারের সবাইকে বলো। তোমার আত্মবিশ্বাস, ইতিবাচকতা তোমার বন্ধুত্বে ও সম্পর্কের ক্ষেত্রেও সহায়ক হবে।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।