ইউরি গ্যাগারিনের মহাশূন্য পাড়ি দেওয়ার দিন আজ

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১২ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

প্রথম মহাকাশ পাড়ি দেওয়া ইউরি গ্যাগারিনের গল্প এর আগেও একবার শুনিয়েছি। তবে সেদিনের গল্পের চেয়ে আজকের গল্পটা ভিন্ন। কেননা আজকের এই দিনে ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশ পাড়ি দিয়েছিলেন। সময়টা ছিল ১৯৬১ সাল। এই দিনে দুই মিটার ব্যাসার্ধের টিনের বাক্সের মতো একটা যানে চেপে পৃথিবী ছাড়িয়ে মহাশূন্যে পৌঁছান তিনি। মস্কো সময় সকাল ৯টা ৬ মিনিটে রকেটের উড্ডয়ন শুরু হয়। ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার বেগে ছোটে সেই যান। মহাশূন্যে ঘুরে আসার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, মহাকাশ থেকে নীল রঙের পৃথিবীর সৌন্দর্য তাঁকে বিমোহিত করেছে, সেই সঙ্গে ভূপৃষ্ঠে মেঘের ছায়া দেখে তিনি অবাকও হয়েছেন। ১০৮ মিনিটের মহাকাশযাত্রা শেষ করে অবশেষে পৃথিবীর বুকে ফিরে আসেন তিনি। মহাশূন্যে প্রথম মানব হিসেবে নাম লেখান ইতিহাসে। বিশ্ববাসীর কাছে হয়ে ওঠেন হিরো।

এ ছাড়া ১৮৭৫ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত।

আরও পড়ুন