মুজিবনগর সরকার গঠনের সেই দিন

মুজিবনগর আম্রকানন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার এই আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। মেহেরপুর মুজিবনগর, ১৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

একাত্তরের ২৬ মার্চ স্বাধীনতার ডাক আসার পর শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য শুরু করা হয় এক নতুন অধ্যায়। তাঁর নাম মুজিবনগর সরকার, যা বাংলাদেশের অস্থায়ী সরকার নামেও পরিচিত। ১৯৭১ সালের আজকের এই দিনে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। এর এক সপ্তাহের মাথায় ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তবে তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারকে মোট ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়েছিল।

এ ছাড়া ১৮২৫ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের দ্বীপভিত্তিক অঞ্চল হাওয়াইয়ে প্রথম হোটেল চালু করা হয়। যার সংখ্যা বর্তমানে ৫৬০। সমুদ্রে ঘেরা এই হাওয়াইয়ে প্রতিবছর প্রায় ৬ মিলিয়ন পর্যটক ঘুরতে যান।

আরও পড়ুন