চীনের প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে হেঁটেছেন ঝাই ঝিগাং

মহাকাশে চীনা নভোচারী ঝাই ঝিগাংছবি: রয়টার্স
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

২০০৮ সালের আজকের এই দিনে চীনের প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে হাঁটেন নভোচারী ঝাই ঝিগাং। এর আগে শেনঝোউ-৭ নামের একটি নভোযানে চেপে মহাকাশে পাড়ি দেন তিনি।

ঝাই ঝিগাংয়ের জন্ম ১৯৬৬ সালের ১১ অক্টোবর চীনের এক গ্রামে। হাইস্কুলের পড়াশোনা শেষ করে যোগ দেন পিএলএ এয়ার ফোর্স এভিয়েশন ইউনিভার্সিটিতে। সেখানে প্রথমে ফাইটার পাইলট এবং পড়ে স্কোয়াড্রন লিডারের পাঠ সম্পন্ন করেন তিনি।

২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর আরও দুই সহযোগীর সঙ্গে শেনঝোউ-৭ নভোযানে চড়ে মহাকাশ পাড়ি দেওয়ার জন্য নির্বাচিত হন ঝাই ঝিগাং। দুজন প্রাইম ক্রু নিয়ে কমান্ডার ঝাই ঝিগাং ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর তাঁরা যাত্রা শুরু করেন মহাকাশের উদ্দেশে। ২৭ সেপ্টেম্বর ঝাই ঝিগাং প্রথম চীনা ব্যক্তি হিসেবে মহাকাশে হেঁটে নতুন ইতিহাস রচনা করেন।

১৯৪০ সালের ২৭ সেপ্টেম্বর জার্মানি, ইতালি ও জাপান মিলে গঠিত হয় অক্ষশক্তি জোট। একটি চুক্তির মাধ্যমে এই জোট গঠিত হয়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই তিন দেশ সম্মিলিভাবে ঝাঁপিয়ে পড়েছিল মিত্রশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে।

আরও পড়ুন