পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় কোন দেশে

উচ্চশিক্ষার জন্য পৃথিবীজুড়েই রয়েছে হাজার হাজার বিশ্ববিদ্যালয়। সেখানে যেমন নিজ দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন, তেমনি অন্য দেশের শিক্ষার্থীরাও আসেন জ্ঞানের খোঁজে। কিন্তু কোন দেশে সবচেয়ে বেশিসংখ্যক বিশ্ববিদ্যালয় রয়েছে? ২০২৩ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী পাওয়া গেছে ১০টি দেশের নাম। চলো জেনে নেওয়া যাক সেই দেশগুলোর নাম।

১০

জার্মানি

বিজ্ঞান ও প্রকৌশলবিদ্যায় পড়াশোনার জন্য জার্মান বিশ্ববিদ্যালয় পছন্দ করেন অনেকেই। পশ্চিম ইউরোপের দেশটিতে মোট ৪৬১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

ফ্রান্স

ফ্রান্সে রয়েছে ৬২৫টি বিশ্ববিদ্যালয়। ফ্যাশন ও রন্ধনশিল্পের মতো বিষয়গুলোর জন্য বিশ্ববিদ্যালয়গুলো বিখ্যাত।

জাপান

ইউনিভার্সিটি অব টোকিও

পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র জাপানে ৯৯২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আধুনিক প্রযুক্তি ও রোবোটিকস নিয়ে পড়াশোনার জন্য শিক্ষার্থীরা সাধারণত পছন্দ করে থাকেন এ দেশের বিশ্ববিদ্যালয়গুলো।

আরও পড়ুন

রাশিয়া

মস্কো স্টেট ইউনিভার্সিটি
মস্কো স্টেট ইউনিভার্সিটি ওয়েবসাইট

বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ১০। এর মধ্যে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অনেক বিশ্ববিদ্যালয়ও রয়েছে। মহাকাশ গবেষণার জন্য আলাদা সুনাম রয়েছে এ দেশের প্রতিষ্ঠানগুলোর।

মেক্সিকো

১ হাজার ১৩৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে মেক্সিকোতে। সৃজনশীল বিভিন্ন বিষয় পড়ানোর জন্য পরিচিত এসব বিশ্ববিদ্যালয়।

ব্রাজিল

ইউনিভার্সিটি অব সাও পাওলো
ব্রিটানিকা

দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে বিশ্ববিদ্যালয় রয়েছে ১ হাজার ২৬৪টি। ফুটবলের দেশ হিসেবে পৃথিবীজুড়ে পরিচিত হলেও এখানকার বিশ্ববিদ্যালয়গুলো পরিচিত পরিবেশ ও জীববিজ্ঞানবিষয়ক বিভিন্ন গবেষণার জন্য।

আরও পড়ুন

চীন

সিঘুয়া ইউনিভার্সিটি

কিছুদিন আগেও বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ ছিল চীন। বিপুল এই জনসংখ্যার জন্য দেশটিতে রয়েছে ২ হাজার ৪৯৫টি বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে উন্নত গবেষণা হয়ে থাকে।

যুক্তরাষ্ট্র

বোস্টন কলেজ

৩ হাজার ১৮০টি বিশ্ববিদ্যালয় নিয়ে তালিকার তিনে রয়েছে যুক্তরাষ্ট্র। বিজ্ঞান, ব্যবসা, কলাসহ সব ধরনের বৈচিত্র্যময় বিষয়ে পড়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আসেন এখানে।

ইন্দোনেশিয়া

মোনাস ইউনিভার্সিটি

সমুদ্রে ঘেরা আরেকটি এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩ হাজার ২৭৭। সমুদ্রবিজ্ঞান ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় অবদান রাখে তারা।

আরও পড়ুন

ভারত

বেঙ্গালোর ইউনিভার্সিটি

এই তালিকার শীর্ষে থাকা দেশটিতে ৫ হাজার ৩৪৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ মুহূর্তে পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারতে প্রতিবছর গ্র্যাজুয়েশন বা স্নাতক সম্পন্ন করেন প্রায় ১০ লাখ শিক্ষার্থী। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের কারণে দেশ-বিদেশের শিক্ষার্থীরা পছন্দ করেন বিশ্ববিদ্যালয়গুলো।

সূত্র: স্ট্যাটিসটা ডটকম

আরও পড়ুন

আরও থেকে আরও পড়ুন