চার্লি চ্যাপলিনের জন্মদিন

চার্লি চ্যাপলিনের এই ছবিটি দ্য সার্কাস সিনেমার সেট থেকে তোলা। ১৯২৬ সালে এই সিনেমার সেটে আগুন লেগে সব পুড়ে যায়। ৯ মাসের মতো পিছিয়ে যায় সিনেমার কাজ। নতুন করে সবকিছু বানিয়ে শুটিং শেষ করে ১৯২৮ সালে সিনেমাটি মুক্তি পায়।
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

মুখে শব্দ নেই। অঙ্গভঙ্গি দিয়েই হাসিতে মাতান দর্শকদের। বলছিলাম পৃথিবীর সেরা মূকাভিনেতা চার্লি চ্যাপলিনের কথা। শব্দ ছাড়া শুধু অভিনয় দিয়ে যে বিনোদন দেওয়া খুব করে সম্ভব, তা–ই প্রমাণ করেছেন এই শিল্পী। ১৮৮৯ সালের আজকের এই দিনে লন্ডনের ওয়ালওর্থে জন্মগ্রহণ করেন তিনি। বেড়ে ওঠা ছিল দরিদ্র পরিবারে। মা–বাবা—দুজনই কাজ করতেন গান ও অভিনয় নিয়ে। তবে জন্মের পরপরই মা–বাবাকে আলাদা হয়ে যেতে দেখেন চার্লি। এরপরই মা অনেকটা অসুস্থ হয়ে পড়েন। কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁদের পরিবারকে। মাত্র ৯ বছর বয়সে মায়ের উৎসাহে অভিনয় নিয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। প্রথম থেকেই সবার নজর কেড়ে নেন। এভাবেই স্বপ্ন দেখতে থাকেন বড় অভিনেতা হওয়ার। একসময় আর পেছন ফিরে তাকাতে হয়নি। আজীবন হাসিয়ে গেছেন মানুষকে। হয়ে উঠেছেন বিশ্বসেরা নির্বাক অভিনেতা।

এ ছাড়া ১৯১২ সালের আজকের এই দিনে হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসেবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। আর ১৯১৬ সালের একই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন