ফরাসি বিপ্লবের সূচনা

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৫ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • আজ ৫ মে। ১৭৮৯ সালের আজকের এই দিনে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল। ১৭৮৯ থেকে ১৭৯৯ অব্দি চলে এই বিপ্লব। অবাক করার মতো ব্যাপার হলো ফরাসি বিপ্লবের পটভূমির সঙ্গে অনেকটাই মিল রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের। রাজ্যের জনসাধারণের ওপর দীর্ঘদিন চলে আসা শোষণ, অন্যায়, অত্যাচার, অতিরিক্ত কর আদায় ইত্যাদি ছিল ফরাসি বিপ্লবের মূল কারণ। প্রায় ১ হাজার ১৫০ বছর রাজতন্ত্রের অধীনে থাকার পর প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রার মাধ্যমে ফ্রান্সে স্বাধীনতা এসেছিল। সেই সময়ে ফ্রান্সে রাজত্ব করছিলেন রাজা ষোড়শ লুই। ফ্রান্সের সমাজ তখন তিন স্তরে বিভক্ত ছিল—যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং সাধারণ মানুষ। অন্য সব দেশের মতো এ দেশের সবচেয়ে বড় অংশ ছিল সাধারণ জনগণ। কিন্তু তা সত্ত্বেও সংখ্যালঘু যাজক এবং অভিজাত শ্রেণি ব্যাপকভাবে নির্যাতন চালাত সাধারণ মানুষের ওপর। এরই মধ্যে ১৭৮৮ সালে বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় ফ্রান্সে। একে তো নির্মম অত্যাচার, তার সঙ্গে যুক্ত হয় দুর্যোগ, সাধারণ মানুষের যেন আর কিছুই রইল না। শুরু হলো দুর্ভিক্ষ। অবস্থা সামাল দিতে না পেরে রাজা ষোড়শ লুই মে মাসের এ সময়ে স্টেট জেনারেলদের ডাকলেন। তাতেও কোনো লাভ না হওয়ায় সাধারণ জনগণ নিজেরাই ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি করে। এরপরই বিপ্লবীরা বাস্তিল দুর্গ আক্রমণ করে। আর এর মাধ্যমেই সূচনা ঘটে ফরাসি বিপ্লবের।

  • এ ছাড়া ১৮১৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইতিহাসের নামকরা সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স। তিনি ছিলেন মার্ক্সবাদের প্রবক্তা। এ ছাড়া আজ ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বীর নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন। ১৯১১ সালের আজকের এই দিনে চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম তাঁর।

  • ১৮২১ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ফরাসি শাসক নেপোলিয়ন বোনাপার্ট।

আরও পড়ুন