প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন মিডলটনের বিয়ে

জার্মানি সফরে গিয়ে এভাবে ক্যামেরাবন্দী হন প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী প্রিন্সেস ক্যাথরিন।ছবি: রয়টার্স
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩০ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • ২০১১ সালের এই দিনে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী ক্যাথরিন মিডলটন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। টেলিভিশনে লাখ লাখ দর্শক তাঁদের এই বিয়ের অনুষ্ঠান দেখেন। তৃতীয় চার্লস রাজা হওয়ার পর এখন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের ক্রমতালিকার ১ নম্বরে রয়েছেন প্রিন্স উইলিয়াম। তিনি চার্লসের বড় ছেলে। তাঁর জন্ম ১৯৮২ সালে। মা প্রিন্সেস ডায়ানা। প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন মিডলটন ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ।

  • তবে বিয়ের ১৩ বছরের মাথায় জানা গেছে, ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত। এক ভিডিও বার্তায় কেট বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয় তাঁর। ওই অস্ত্রোপচারের পর তাঁর ক্যানসার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

  • ১৮৬৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌবাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরালটির অধীন করা হয়।

  • ১৮৭০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে। তাঁর আসল নাম ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে। তিনি ১৯১৩ সালে ‘রাজা হরিশচন্দ্র’ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এটি ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। ১৯৪৫ সালের এই দিনে মারা যান সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ১৯৪৫ সালে বার্লিনের একটি বাংকারে গুলি করে আত্মহত্যা করেছিলেন অ্যাডলফ হিটলার।

  • ২০১৪ সালের এই দিনে মারা যান বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব খালেদ চৌধুরী। এ ছাড়া ২০২০ সালের এই দিনে মারা যান ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুর।

আরও পড়ুন