চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা

ইউক্রেনে চেরনোবিল পারমাণবিক চুল্লিতে ১৯৮৬ সালে দুর্ঘটনার পর সেখানকার অবস্থাছবি: সংগৃহীত
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৬ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৮৬ সালের আজকের এই দিনে সকালবেলায় ঘটেছিল এক ভয়ানক দুর্ঘটনা। বিধ্বংসী এক পরিবেশগত বিপর্যয় ঘটেছিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। বিস্ফোরণ ও আগুন লেগে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল।

৩১ জন এ দুর্ঘটনায় প্রাণ হারান। ৩ লাখ ৪০ হাজার মানুষ এ দুর্ঘটনায় আক্রান্ত হন। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক চুল্লি ছিল চারটি। এই দিনে চতুর্থ পারমাণবিক চুল্লিতে নিরাপদ শীতলীকরণের ওপর একটি পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনা ঘটে। রাতের শিফটে দায়িত্বরত কর্মীরা ভুল করে পারমাণবিক চুল্লির টার্বাইনে অতিরিক্ত ঠান্ডা পানি দিলে বাষ্প কম উৎপাদিত হয়। ফলে চুল্লি উত্তপ্ত হয়ে একপর্যায়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।

এতে চুল্লির ওপরের এক হাজার টন ওজনের কংক্রিটের ঢাকনা সরে ছাদ ভেঙে যায়। ২০ ঘণ্টা পর বাইরের বাতাস ঢুকে দাহ্য পদার্থের সংস্পর্শে আগুন লেগে যায়। এই আগুন ১০ দিন পর্যন্ত স্থায়ী হয়। এটিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পারমাণবিক চুল্লি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন