নটর ডেম কলেজে ন্যাশনাল আর্থ অ্যান্ড স্পেস সামিট

আগামী ১৬, ১৭ ও ১৮ তারিখে নটর ডেম কলেজে অনুষ্ঠিত হবে সপ্তম ন্যাশনাল আর্থ অ্যান্ড স্পেস সামিট। নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাব আয়োজিত এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করছে ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ১০০টি স্কুল-কলেজ।

প্রতিবছরের মতো এবার এই সামিটে থাকছে নানা ধরনের অলিম্পিয়াড, কুইজ এবং সৃজনশীল লেখার প্রতিযোগিতা, অ্যাস্ট্রাল হান্ট, কুইজ, দলগত প্রেজেন্টেশন ও প্রজেক্ট প্রদর্শনীসহ মোট ২৭টি প্রতিযোগিতা। আর্থ সায়েন্স অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড তো থাকছেই। এ ছাড়া কুইজ প্রতিযোগিতার মধ্যে থাকছে ইকো অ্যান্ড স্পেস বাজ, ওয়ান শট ওয়ান কিল ও অ্যাস্ট্রো মুভি কুইজ।

অন্যান্য দলগত প্রতিযোগিতার মধ্যে আছে অ্যাস্ট্রাল হান্ট। এটি একটি ট্রেজার হান্ট ধরনের প্রতিযোগিতা। যেখানে একটি টিম ধাঁধা সমাধান করে নটর ডেম কলেজের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লুকানো কুপন খুঁজে বের করে একটি তারকামণ্ডলী চিহ্নিত করবে।

আরও পড়ুন

শিশুদের জন্য এই আয়োজনে আছে ক্রাফটওয়ার্ক। এই পর্বে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অলিম্পিয়াড ও আয়োজনে অংশগ্রহণ করতে পারবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং এইচএসসি ২৩ ব্যাচের শিক্ষার্থীরা।

অংশগ্রহণকারীদের জন্য থাকবে সার্টিফিকেট, স্পেশাল গিফট। রেজিস্ট্রেশনের জন্য ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুলে রয়েছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও ক্লাব পার্টনার। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাবের ফেসবুক পেজে তথ্য পাওয়া যাবে। এ ছাড়া রেজিস্ট্রেশন না করেও প্রদর্শনী ফটোস্ফিয়ার ও স্টেলারস্কেপস উপভোগ করার সুযোগ পাওয়া যাবে। বিস্তারিত দেখো এখানে

আরও পড়ুন