মজার তিন কৌতুক

বানর ধরা

বনের মধ্যে দুটি বানর লাফালাফি করছিল। সেটা মজা করে দেখছিল একদল পর্যটক।

১ম বানর: এই! লাফালাফি থামা। দেখছিস না মানুষগুলো দেখছে।

২য় বানর: তাতে কী?

১ম বানর: আগে একবার আমার এক বন্ধু মানুষদের দেখিয়ে লাফালাফি করেছিল।

২য় বানর: তারপর?

১ম বানর: সে এখন চিড়িয়াখানায়!

আরও পড়ুন

ভিক্ষুক

আরিয়ান ভিক্ষুককে এক শ টাকা দিল।

ভিক্ষুক: কী ব্যাপার স্যার? আগে তো পাঁচ টাকা, দশ টাকা দিতেন। আজ এক শ দিলেন যে?

আরিয়ান: নতুন চাকরি পেয়েছি। তাই ভিক্ষার পরিমাণটাও বাড়িয়ে দিলাম।

ভিক্ষুক: তাহলে স্যার এবার বোনাসটাও চালু করুন!

আরও পড়ুন

ফায়ার সার্ভিস

ফাহিম: হ্যালো, ফায়ার সার্ভিস। আমাদের বাসায় আগুন ধরেছে।
ফায়ার সার্ভিস: আমরা এক্ষুনি আসছি।
ফায়ার সার্ভিস এসে দেখল কোথাও আগুন নেই।
ফায়ার সার্ভিস: কোথায় আগুন লেগেছে?
ফাহিম: ইয়ে মানে। পানি গরম করার জন্য চুলায় আগুন ধরিয়েছিলাম!