বেশি জর্দা আর চুন খেয়ো না
একদিন টিফিন পিরিয়ডে তিশা ওর দুষ্টু ভাইয়ের মজার গল্প বলছিল। ওরা নাকি একদিন চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল। তিশার মা-বাবা–বড় বোন—সবাই বানরকে বাদাম, কলাসহ বিভিন্ন খাবার দিচ্ছিল। তিশার ভাইয়ের হাতে কোনো খাবার ছিল না বানরকে দেওয়ার মতো। শুধু ছিল চিপস আর জুস। সে আবার এগুলো কারও সঙ্গে শেয়ার করার জন্য প্রস্তুত নয়। তাই সে তার মায়ের ব্যাগের পকেট থেকে আস্তে করে পানের খিলি নিয়ে বানরের দিকে ছুড়ে মারল। আবার বলল, ‘এখানে যতগুলো পান আছে তুমি খেয়ো, আবার বেশি জর্দা আর চুন খেয়ো না। তাহলে মাথা ঘুরবে।’
এ কাহিনি দেখে ওর মা হাসবেন নাকি ওকে মারবেন, তিনি কিছুই বুঝতে পারলেন না।
লেখক: শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা
আরও পড়ুন