সিপাহি বিপ্লবের সূচনা

সিপাহি বিপ্লবের সূচনা
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বাংলার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসে ছোট–বড় নানা যুদ্ধ-বিদ্রোহের কথা উল্লেখ আছে। পাল–সেনদের পর বাংলায় আসে মোগলেরা। তারপর ধীরে ধীরে দখলদারত্ব শুরু করে ব্রিটিশ বাহিনী। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলা পুরোপুরি ব্রিটিশদের হাতে চলে যায়। প্রায় ১০০ বছর চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। এই ১০০ বছর কী নির্মম অত্যাচারের শিকার হয়েছে ভারতবর্ষ, তার গল্প আমাদের সবার জানা। তবে এই অঞ্চলের মানুষেরা বরাবরই স্বাধীনচেতা জাতি। পলাশীর যুদ্ধের ১০০ বছর পর ১৮৫৭ সালের আজকের এই দিনে শুরু হয় ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রথম স্বাধীনতাযুদ্ধ সিপাহি বিদ্রোহ। ১৮৫৭ সালের ১০ মে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হয় এই বিদ্রোহ। সিপাহি বিদ্রোহের নেতা ছিলেন হাবিলদার রজব আলী ও মঙ্গল পান্ডে। এই বিদ্রোহের মাধ্যমে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকারের সরাসরি শাসন শুরু হয়।

১৯৯৪ সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ ছাড়া ১৮২৪ সালের এই দিনে যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় গ্যালারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৭৭৪ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত রাজা রামমোহন রায়।

আরও পড়ুন