স্লো ঘড়ি
টিফিন পিরিয়ডে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। ওরা পড়ে পঞ্চম শ্রেণিতে।
প্রথম বন্ধু: ফার্স্ট পিরিয়ডের শেষে যে ঘটনা ঘটল, কী মারাত্মক হতে পারত ভেবেছিস?
দ্বিতীয় বন্ধু: হ্যাঁ, আমাদের দেয়ালঘড়িটা কেমন করে যে একা একা দেয়াল থেকে খুলে পড়ে গেল!
প্রথম বন্ধু: আর পাঁচ মিনিট আগে পড়লে এটা টিচারের মাথায় পড়ত।
দ্বিতীয় বন্ধু: হ্যাঁ, পাঁচ মিনিট পড়ে পড়ল কেন জানিস?
প্রথম বন্ধু: কেন?
দ্বিতীয় বন্ধু: আমাদের ঘড়িটা সব সময়ই পাঁচ মিনিট স্লো।
ছাত্রের চালাকি
পরীক্ষার প্রশ্নে নির্দেশনা দেওয়া ছিল, নিজের মতো করে লেখো। পরীক্ষা শেষে খাতা দেখার সময় শিক্ষক দেখলেন, এক ছাত্র খাতায় কিছুই লেখেনি।
শিক্ষক: পরীক্ষার খাতায় তুমি কিছু লেখোনি কেন?
ছাত্র: স্যার, আমি ইনভিজিবল কালির কলম দিয়ে লিখেছি।
শিক্ষক: কিন্তু কিছু তো দেখা যাচ্ছে না!
ছাত্র: তাপ দিয়ে দেখেন। শিক্ষক খাতার নিয়ে ম্যাচের আগুনের তাপ দিয়ে দেখলেন, তবু কিছু দেখা গেল না।
শিক্ষক: দেখা যাচ্ছে না কিছু।
ছাত্র: স্যার, ইনভিজিবল কালির কলমে মনে হয় কালি ছিল না।