বেনিতো মুসোলিনির মৃত্যুদণ্ড

জার্মানির নাৎসি নেতা হিটলারের পাশে ইতালির ফ্যাসিস্ট শাসক বেনিতো মুসোলিনি (বাঁয়ে)ছবি: রয়টার্স
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৮ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • বেনিতো মুসোলিনি ইতালির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির সাবেক প্রধান ও দেশটির সাবেক একনায়ক ছিলেন। বিরোধী মতের ওপর দমন-পীড়নের জন্য প্রায়শই জার্মানির একনায়ক হিটলারের নামের সঙ্গে মুসোলিনির নাম উচ্চারিত হয়। ইতালীয় এই স্বৈরশাসক ইতালি থেকে পালানোর চেষ্টা করার সময় বন্দী হয়েছিলেন। ১৯৪৫ সালের এই দিনে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

  • আমেরিকান লেখক হার্পার লি এই দিনে জন্মগ্রহণ করেন। তাঁর উপন্যাস টু কিল এ মকিংবার্ড (১৯৬০) তাঁর বিখ্যাত উপন্যাস।  প্রকাশের পরপর বইটি সাফল্যের মুখ দেখে। পুলিৎজার পুরস্কার জিতে নেয়। এখন আধুনিক মার্কিন সাহিত্যে এটিকে ক্লাসিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 

  • ১৯৬৭ সালে ভিয়েতনাম যুদ্ধে যোগদানের নির্দেশ দেওয়া হলে আমেরিকান বক্সার মোহাম্মদ আলী ধর্মীয় কারণ দেখিয়ে মার্কিন সেনাবাহিনীতে যোগদান করতে অস্বীকৃতি জানান। তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই রায় বাতিল করে।

  • ২০০৪ সালের এই দিনে সার্স ভাইরাসের ওষুধ আবিষ্কৃত হয়। আবার ১৭১২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি দার্শনিক জাঁ জ্যাক রুশো। এ ছাড়া ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন জ্যাক হেনরি ওয়েব ফিঙ্গলটন, যিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যকার। ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন অধ্যাপক হুমায়ুন আজাদ।

আরও পড়ুন