খেয়ে শেষ করা যাবে না যে আইসক্রিম

আইসক্রিমের শহরএআই আর্ট

আমাদের কাছে আইসক্রিম মানেই মিষ্টি, ঠান্ডা আর মন ভালো করা এক অনুভূতি। কিন্তু যদি সেই চেনা স্বাদের আইসক্রিমগুলো একেবারে অন্য রূপে হাজির হয়, কেমন হবে? ভ্যানিলা বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও জাপানে পাওয়া যায় ভিন্ন সব স্বাদ ও নামের আইসক্রিম। কিছুটা অদ্ভুত মনে হলেও জাপানের টোকিওর নামজাটাউন ইনডোর অ্যামিউজমেন্ট পার্কের ‘আইসক্রিম সিটি’তে এমনই কিছু অপ্রত্যাশিত স্বাদের দেখা মেলে। যেগুলো দেখতে সুন্দর হলেও, এই আইসক্রিমগুলোর স্বাদ এমন এক অভিজ্ঞতা এনে দেবে, যা সহজে ভোলার নয়। যারা নতুন কিছু চেখে দেখতে ভালোবাসে, তাদের জন্য জাপানের এই আইসক্রিম সিটি হতে পারে এক রোমাঞ্চকর অভিযান। তবে নিশ্চিত থাকো, এখানকার প্রতিটি আইসক্রিম পরিচিত মিষ্টি জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে নিয়ে যাবে তোমাকে। রামেন, স্কুইড ইঙ্ক, অক্টোপাস, বার্গার, পিৎজা, সয়া সস, ভুট্টা, বেগুন, রসুন, কয়লার স্বাদ থেকে শুরু করে মাথায় আসা যেকোনো কিছু কিংবা কল্পনার সব স্বাদের আইসক্রিম পাওয়া যায় সেখানে।

আরও পড়ুন