লাখ টাকার পুরস্কার হাতে পেল দুই বিজয়ী

সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রদ্ধা উপাসনা। সে লাখ টাকার কুইজে প্রথম পুরস্কার বিজয়ী। কিশোর আলোর কার্যালয়ে পুরস্কার বুঝে নিচ্ছিল। সম্পাদক ল্যাপটপ তুলে দিচ্ছিলেন, এমন সময় শ্রদ্ধার মা বললেন, শ্রদ্ধা প্রতিদিন মায়ের কাছে জিজ্ঞেস করত, ‘কিশোর আলো থেকে কোনো খবর আছে? ফোন পেয়েছ?’ মা অপরিচিত নম্বর থেকে আসা ফোনকলও দেখতেন। অবশেষে শ্রদ্ধার অপেক্ষার পালা ফুরিয়েছে। কিশোর আলোর কার্যালয়ে মায়ের সঙ্গে এসে পুরস্কার বুঝে নিয়েছে সে।

১৬ জানুয়ারি বেলা তিনটায় কিশোর আলোর কার্যালয়ে লাখ টাকার কুইজ প্রতিযোগিতার প্রথম দুই বিজয়ীকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীর হাতে যথাক্রমে তুলে দেওয়া হয় ল্যাপটপ ও মুঠোফোন। পুরস্কার তুলে দেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। পুরস্কার হিসেবে ল্যাপটপ হাতে পেয়ে শ্রদ্ধা জানায়, ‘আমার খুব ভালো লাগছে। আমি পাঁচ বছর ধরে কিশোর আলো পড়ি। আমার সঙ্গে আমার দুই বোনও কিশোর আলো পড়ে।’

তুহিন মাহমুদ এসেছে নরসিংদী থেকে। সঙ্গে এসেছেন মা আর মামা। তার ডাকনাম জিসান। সে জিতেছে মুঠোফোন। পুরস্কার পেয়ে সে বলে, ‘আমার স্কুলে কিশোর আলোর অনুষ্ঠান হয়েছিল। সেখানে স্কুলের হাজারো ছাত্র অংশ নিয়েছে। আমার বন্ধুরাও লাখ টাকার কুইজে অংশ নিয়েছিল। তবে পুরস্কারটা আমি পেয়েছি।’ জিসান তিন বছর ধরে কিশোর আলো পড়ে। মুঠোফোন হাতে কিশোর আলোকে ধন্যবাদ জানিয়েছে জিসান।

শ্রদ্ধা কিশোর আলো দলকে আমন্ত্রণ জানিয়েছে সাভারে ওর স্কুলে আসার জন্য। আর বলেছে, ওদের বাসায় গেলে কিশোর আলোর সবাইকে গারোদের ঐতিহ্যবাহী খাবার খাওয়াবে। অনুষ্ঠানে শ্রদ্ধার মা চিবিয়া তজু গারো ভাষায় গান গেয়ে শোনান। তিনি বলেন, মেয়েদের সঙ্গে তিনিও কিশোর আলো পড়েন। বেতার ও টেলিভিশনের শিল্পী হয়েও তাঁর ভালো লাগে ঘরোয়া পরিবেশে গান করতে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ইভেন্ট ও অ্যাকটিভেশন বিভাগের মহাব্যবস্থাপক অরূপ ঘোষ, লেখক সাইদুজ্জামান রওশন, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার, সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ, শিক্ষানবীশ সহসম্পাদক কাজী আকাশ, কিশোর আলোর দুই সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলম ও আদনান মুকিত, সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের এবং স্বেচ্ছাসেবক পুষ্প ও রাফি।

কিশোর আলোর অক্টোবর সংখ্যায় ছাপা হয়েছিল লাখ টাকার কুইজ। পাঁচটি সহজ প্রশ্ন ছিল কুইজে। তিনটি করে অপশনও দেওয়া ছিল। টিক চিহ্ন দিয়ে নিজের নাম–ঠিকানা লিখে কিশোর আলোয় পাঠিয়েছিল সবাই। লটারি করে সেখান থেকে বিজয়ী বাছাই করা হয়েছে। লটারি তোলা হয়েছে গত ৩০ অক্টোবর। বিজয়ীদের নাম ছাপা হয় নভেম্বর সংখ্যায়।

শ্রদ্ধা ও জিসান ছাড়া আরও ২০ জন বিজয়ী হয়েছে এই প্রতিযোগিতায়। তারা প্রত্যেকেই পাবে এক হাজার টাকার বই। খুব দ্রুতই এই ২০ জনের ঠিকানায় বই পৌঁছে যাবে। এই আয়োজনে সহযোগী শেলটেক সিরামিকস।

যারা এক হাজার টাকার বই পাবে