ইনস্টাগ্রামের জন্মদিন!

ইনস্টাগ্রামরয়টার্স
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৬ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন আকর্ষণ রিলস। এই রিলসের জন্যই বিশেষভাবে জনপ্রিয় ইনস্টাগ্রাম। তবে ইনস্টাগ্রামের শুরুটা হয়েছিল মূলত ছবি আপলোডের জন্য। আজ ইনস্টাগ্রামের জন্মদিন। ২০১০ সালের আজকের এই দিনে যাত্রা শুরু করে হালের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। মজার ব্যাপার হলো, চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যায়। বর্তমানে প্রতি মাসে দুই বিলিয়নের বেশি মানুষ সক্রিয়ভাবে ইনস্টাগ্রাম ব্যবহার করেন।

একই বছরের একই দিনে অন্যদিকে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ঘটেছিল আরেক ঘটনা। সেদিন এই দ্বীপে খোঁজ পাওয়া গিয়েছিল ২০০টির বেশি নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ।

আরও পড়ুন

আরও পড়ুন